জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, দেশের অবস্থা ভালো না। সমস্ত জিনিসপত্রের দাম বেশি। সবকিছু সিন্ডিকেট কন্ট্রোল করে। আর সিন্ডিকেট কোনো দলের হতে পারে বলেন? মানুষ এ অবস্থার পরিবর্তন চায়।
শনিবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রতিনিধি সভায় সরকারের সমালোচনা করে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, জাতীয় পার্টির যখন ক্ষমতায় ছিল, তখন দেশে জিনিসপত্রের দাম কম ছিল। এখন একটা মানুষ মাঠে কাজ করে ২০০ টাকা পায়। বর্তমানে ষাট টাকা কেজি চাল কিনলে বউ-বাচ্চার জন্য কী কিনবে? এসব খবর তারা (সরকার) রাখে না। তাদের একটাই কথা, ক্ষমতায় কীভাবে থাকা যাবে। ক্ষমতায় থাকতে গেলে ভোট লাগে। কিন্তু ভোট তো এখন হয় না। মানুষ পরিবর্তন চায়। ক্ষমতার পরিবর্তন হবে। ইনশা আল্লাহ ভবিষ্যতে সুদিন আসবে।
এরশাদ আরও বলেন, আমার ওপর যে পরিমাণ অত্যাচার হয়েছে, তা পৃথিবীর কোনো রাজনীতিবিদের ওপর হয়নি। ১২ বছর জেলে ছিলাম। আমার পার্টির সবাই জেলে ছিল। তা সত্ত্বেও জাতীয় পার্টি জনগণের ভালোবাসায় আজও বেঁচে আছে।
তিনি বলেন, এসব কথা বললে, কখন কাকে তুলে নিয়ে যায় ঠিক নেই। এ কারণে মানুষ রাতে বাসায় ঘুমাতে পারে না। পুলিশের চাকরি নিতে ৫ থেকে ১০ লাখ টাকা, শিক্ষকের চাকরি নিতে ১০ লাখ টাকা লাগে। সব ব্যাংক খালি। একটা ব্যাংকেও টাকা নেই। যেদিকে তাকান, শুধুই অন্ধকার।
চিরিরবন্দর জাতীয় পার্টির উপদেষ্টা সেকেন্দর আলী শাহর সভাপতিত্বে পথসভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল প্রমুখ।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত