বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের সরকার সাংবিধানিক অধিকার সংকুচিত করে ফেলছে, যাতে তাদের কোনো প্রতিদ্বন্দ্বি না থাকে। এজন্য সংস্থাগুলোকেও তারা ব্যবহার করছে। সম্প্রতি নির্বাচন কমিশনকে (ইসি) দিয়ে স্থানীয় নির্বাচনে মন্ত্রী-সংসদ সদস্যদের (এমপি) ব্যবহারের সুযোগ করে নিতে চাচ্ছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি দেশের স্বৈরতান্ত্রিক সরকারের কারণে যখন জীবনের ভয় থাকে, তখন অন্য দেশের কাছে রাজনৈতিক আশ্রয় চাওয়া যায়। ভয় না দূর হওয়া পর্যন্ত রাজনৈতিক আশ্রয়ে থাকা যায়। তারেক রহমান যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন। এজন্য তাকে পাসপোর্ট জমা দিতে হয়েছে। কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার সঙ্গে নাগরিকক্ত হারানোর কোনো সম্পর্ক নেই।
বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এটি রাজনৈতিক রায়ে তার সাজা হয়েছে। তাই বিষয়টি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তিনি কারাগারে ভীষণ অসুস্থ। তাকে তার ডাক্তারের কাছে, তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। এতে দেশের জনগণ শঙ্কার মধ্যে রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন