শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, জীবন-জীবিকার সকল স্তরে জেন্ডার সমতা নিশ্চিতকরণে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। বিশ্বব্যাপী সব ধরনের কাজের ক্ষেত্রে জেন্ডার সমতা অর্জনে সকলকে অঙ্গীকার করতে হবে।
মঙ্গলবার জেনেভায় আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনের (আইএলও) ১০৭তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের প্লেনারী সেশনে বক্তৃতায় প্রতিমন্ত্রী এ কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ জেন্ডার অগ্রাধিকার প্রদানে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে। তারপরও জেন্ডার বৈষম্য দূরীকরণে শ্রমবাজারে এবং সামাজিক ব্যবস্থায় কিছু ঝুঁকি রয়েই গেছে। এ সকল ঝুঁকি দূরীকরণে আইএলও-এর নেয়া কর্মক্ষেত্রে নারী শতবর্ষী উদ্দ্যোগ ভালো ফল দেবে। নারীদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনতে ’এজেন্ডা-২০৩০’ সহায়ক হবে।
গত ২৮ মে থেকে সুইজারল্যান্ডের জেনেভায় চলমান আইএলও এর ১০৭তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ০৯ জুন পর্যন্ত চলবে। আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে শ্রম প্রতিমন্ত্রী ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. রুহুল আমিন ও রেজাউল হক চৌধুরী, আইন মন্ত্রণালয়ের লিজিসলেটিভ ও সংসদ বিষয়ক সিনিয়র সচিব মোহাম্মদ শহীদুল হক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খানসহ সরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের ৪০ জন সদস্য এ সম্মেলনে অংশ নেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম