একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বুধবার (৭ নভেম্বর) বৈঠক করবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ওইদিন (বুধবার) সকাল ১১টায় জাতীয় পার্টি এবং বিকাল ৪টায় আওয়ামী লীগের সঙ্গে ইসির বৈঠক সূচি রাখা হয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক হবে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বাংলাদেশে প্রতিদিনকে বলেন, বুধবার সকাল ১১টায় জাতীয় পার্টি এবং বিকাল ৪টায় আওয়ামী লীগের সঙ্গে আলোচনা হবে।
ইসির কর্মকর্তারা বলেন, জাতীয় পার্টির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বৈঠকের এ সময় নির্ধারণ করেন। জাতীয় ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্টের পর এবার জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম