ঘন কুয়াশা কেটে যাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। ৬ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (৭ নভেম্বর) সকাল সোয়া ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, কুয়াশা কিছুটা কমতে শুরু করায় সকাল সোয়া ৮টার দিকে ঘাট থেকে দু’টি ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ২টা থেকে বন্ধ ছিল ফেরি চলাচল।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৮/হিমেল