বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হবে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধি মোতাবেক দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত এমপিদের শপথ পাঠ করাবেন। সংসদ ভবনের শপথ কক্ষে শপথ অনুষ্ঠান হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় সংসদ সচিবালয়।
নবনির্বাচিত এমপিদের সংসদ ভবনে প্রবেশের পর শপথ কক্ষে প্রবেশের আগে প্রত্যেক এমপিকে ফুল দিয়ে স্বাগত জানানো হবে। শপথ কক্ষে ঢোকার পর সবার হাতে তুলে দেওয়া শপথনামার ফোল্ডার।
আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন গ্রহণের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হবে শপথ অনুষ্ঠান। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে শপথ নেওয়ার জন্য আহবান করা হবে। স্পিকার নিজেও একাদশ সংসদের এমপি নির্বাচিত হওয়ায় অন্যদের শপথ পড়ানোর আগে তিনি নিজে নিজের শপথ গ্রহণ করবেন।
এরপর অপর এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন। একাদশ সংসদের সংখ্যাগরিষ্ট দল হিসেবে স্পিকারের পর শপথ নিবেন আওয়ামী লীগের এমপিরা। এমপিদের সংখ্যা বেশী হওয়ায় কয়েকভাগে তাদেরকে শপথ পড়ানো হতে পারে। তাদের শপথ গ্রহণ শেষে দ্বিতীয় সংখ্যাগরিষ্ট দল হিসেব জাতীয় পার্টির এমপিরা ও সবশেষে অন্যান্য দল ও স্বতন্ত্র এমপিরা শপথ নিবেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান।
এদিকে একাদশ সংসদের নবনির্বাচিত এমপিদের স্বাগত জানাতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। ইতোমধ্যে শপথ কক্ষসহ সংসদ সচিবালয় ধূঁয়ে মুছে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। শপথ কক্ষ পর্যন্ত নতুন লাল কার্পেট বিছানো হয়েছে। ফুলের টব দিয়ে সাজানো হয়েছে সংসদের প্রবেশপথ ও লবি। শপথ গ্রহণের পর সদস্যদের জন্য পূরণের জন্য নির্ধারিত ফরম ও কার্যপ্রণালী বিধির কপি প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন কমিশন থেকে প্রকাশিত সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আজ সংসদ সচিবালয়ে পৌঁছেছে। সে অনুযায়ী সংসদ সচিবের স্বাক্ষর করা আমন্ত্রণপত্র সকল নব নির্বাচিত সংসদ সদস্যদের পাঠানোর পাশাপাশি টেলিফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া আজ শপথ কক্ষে প্রবেশের আগে এমপিদের বরণ করে নেওয়া হবে ফুল দিয়ে। শপথ কক্ষে প্রবেশের পর সবার হাতে তুলে দেওয়া হবে শপথের ফোল্ডার।
সংসদ সচিবালয় আরো সূত্র জানায়, শপথ গ্রহণের পর এমপিদের তৃতীয় তলার ভিআইপি ক্যাফেটেরিয়ায় আপ্যায়ন করা হবে। এরপর নব নির্বাচিত এমপিরা সংসদ সচিবের কক্ষে রক্ষিত সংরক্ষিত রেজিষ্টারে একাদশ সংসদের এমপিরা স্বাক্ষর করবেন এবং সংসদ স্টুডিওতে গিয়ে প্রোফাইল ছবি তোলবেন। শপথ অনুষ্ঠানের সকল আনুষ্ঠানিকতা শেষে আজ সরকারি দল আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংসদ নেতা নির্বাচন করা হবে।
এ সব বিষয়ে আজ দফায় দফায় রিহার্সাল করতে দেখা গেছে সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নতুন এমপিদের শপথ গ্রহণের ও এক মাসের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করার বাধ্যবাদকতা রয়েছে।
সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তা জানান, একাদশ সংসদের প্রথম অধিবেশনেই প্রধানমন্ত্রী, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। নতুন স্পিকারকে রাষ্ট্রপতি শপথ পাঠ করাবেন। তবে বিরোধী দলীয় নেতা কে হবেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী আমরা বিরোধী দল হতে পারবো, সমস্যা নাই। মহাজোটের সঙ্গে আলোচনা করে ও দলের প্রেসিডিয়ামের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো আমরা বিরোধী দলে যাবো কিনা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন