নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের সুরক্ষা দিতে আইন সংশোধন করেছে সরকার। এক্ষেত্রে আগের অধ্যাদেশে থাকা বৈদেশিক বাণিজ্যে ৪০ ভাগ দেশীয় পণ্য পরিবহনের বাধ্যবাধকতা ৫০ ভাগে উন্নীত করে ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সংরক্ষণ) আইন, ২০১৯’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বেলা দেড়টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনে এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশীয় পতাকাবাহী জাহাজ পণ্য পরিবহনে অপারগ হলে অন্য জাহাজে পণ্য পরিবহন করা যাবে। দেশের জাহাজ শিল্পকে সুরক্ষা দিতে এ আইন করা হচ্ছে। আইনের কোনো বিধি অমান্য করলে পাঁচ লাখ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকাল ১০টায় নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার