বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮ ঘোষণা করা হয়েছে। এ বছর ১০টি শাখার মধ্যে ৪টি শাখায় পুরস্কার ঘোষণা করা হয়।
মঙ্গলবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বাংলা একাডেমির পরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায়- কাজী রোজী, কথা সাহিত্যে- মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য গবেষণায় আফসান চৌধুরী।
বইমেলার প্রথম দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি ২০১৯/আরাফাত