সাভারের আশুলিয়ারয় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ার ঘটনায় নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- ট্রাকচালক মুজাহিদ মিয়া (২০), মো. শাহীন (৩২), আবদুল কাদের, মো. আরিফ (১৮।
মঙ্গলবার সকাল ৬টার দিকে ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যায়।
আশুলিয়া থানার পরিদর্শক জাভেদ মাসুদ (তদন্ত) জানান, চালক এবং তার সহকারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন