কন্ঠভোটে একাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন ড. শিরীন শারমিন চৌধুরী। এর আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৩টায় অধিবেশন শুরু হয়।
এরপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পিকার হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচনের প্রস্তাব করেন।
প্রস্তাবটি সমর্থন করেন নব-নিযুক্ত চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এসময় পুরো হাউস টেবিল চাপড়ে প্রস্তাবটি সমর্থন করেন। পরে বিধি অনুযায়ী প্রস্তাবটি ভোটে দিলে কন্ঠভোটে তা পাস হয়।
এরপর স্পিকার হিসেবে শপথ নেওয়ার জন্য অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি করা হয়। এসময় নব-নির্বাচিত স্পিকারকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৯/আরাফাত