ভনের নকশা অনুমোদনের ক্ষেত্রে ১৬ স্তরের পরিবর্তে চার স্তরে করার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজউক, সিডিএ, কেডিএভুক্ত এলাকার মতো স্থানগুলোতে ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আগামী ১ মে থেকে এ নিয়ম চালু হবে বলে জানিয়েছে গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বিডার সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ কথা জানান তিনি।
জানা গেছে, যেসব এলাকার উপর দিয়ে প্লেন চলাচল করে না, সেসব এলাকায় বেবিচকের অনুমোদন নিতে হবে না। এছাড়া ১০ তলার কম ভবন নির্মাণে দরকার হবে না ফায়ার সার্ভিসের অনুমোদন। পাশাপাশি পুলিশ, ডেসা, বিআইডব্লিটিএ, সিটি করপোরেশনের অনুমোদনের মতো এমন অনেক বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। অটোমেশনের মাধ্যমে ভবনের নকশা বা প্ল্যান পাস হবে ১৫০ দিনের স্থলে মাত্র ৫৩ দিনে।
বিডি প্রতিদিন/হিমেল