একাদশ জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধি কমিটিসহ আরো সাতটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের মধ্য দিয়ে পূর্ণ হলো একাদশ জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি গঠন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ অধিবেশনে এসব কমিটি গঠন সম্পন্ন হয়। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদের প্রথম অধিবেশনে মাত্র ১০ কার্যদিবসে সবগুলো কমিটি গঠন একটি অনন্য দৃষ্টান্ত ও মাইলফলক। এ ক্ষেত্রে প্রধান অবদান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কমিটি গঠনে প্রধানমন্ত্রীর নিজের হাতে লেখা কাগজগুলো সংসদের মহামূল্যবান দলিল হিসেবে সংরক্ষণ করা হবে।
৭টি কমিটির মধ্যে স্পিকার নিজে প্রস্তাব করেন লাইব্রেরী কমিটি ও পিটিশন কমিটির। অপর কমিটিগুলো গঠনের প্রস্তাব করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। পরে তা কন্ঠভোটে গৃহীত হয়।
পদাধিকার বলে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে গঠিত হয় কার্য প্রণালী বিধি কমিটি। এই কমিটির সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বি মিয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আবদুল মতিন খসরু, আনিসুল হক ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে বিশেষ অধিকার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়। সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা এইচ এম এরশাদ, আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ফজলে রাব্বি মিয়া ও আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে গঠত হয় পিটিশন কমিটি । কমিটির সদস্যরা হলেন- বেগম মতিয়া চৌধুরী, মো. ফজলে রাব্বি মিয়া, অধ্যাপক আলী আশরাফ, খন্দকার মোশাররফ হোসেন, ড. মহীউদ্দিন খান আলমগীর, আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, মইন উদ্দীন খান বাদল ও মশিউর রহমান রাঙ্গা।
ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়াকে সভাপতি করে গঠিত লাইব্রেরি কমিটি। সাবেক প্রধান হুইপ আ স ম ফিরোজকে সভাপতি করে গঠিত সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মো. দবিরুল ইসলামকে সভাপতি করে গঠিত পাবর্ত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সাবেক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকিকে সভাপতি করে গঠিত মহিলা ও শিশু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন