প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুনামগঞ্জে একটি আইটি সেন্টার হবে। হাওরাঞ্চলের বেকার যুবক-যুবতী এই আইটি সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবে।
বুধবার জাতীয় সংসদে সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলু রহমান মিসবাহ’র সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
পীর মিসবাহ প্রশ্ন উত্থাপন করে বলেন, তার নির্বাচনী এলাকার বিশ্বম্ভরপুর উপজেলায় একটি আইটি সেন্টার স্থাপনে প্রতিশ্রুতি রয়েছে। সেখানে আইটি সেন্টার স্থাপন করা হলে স্থানীয় মানুষজন উপকৃত হবে।
সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আইটি সেন্টার স্থাপন হবে জেলা সদরে। জেলা সদরে স্থাপিত হলে হাওরঞ্চলের বেকাবর যুবক-যুবতী এ আইটি সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবে এবং এর কাজ দ্রুত শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর