পঞ্চম ধাপে আরও এক হাজার ২৭৯টি পর্নসাইট বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)।
বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব আইআইজিতে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) পাঠানো হয়েছে। এ নিয়ে প্রায় ৪ হাজার পর্নসাইট বন্ধের নির্দেশ দেওয়া হলো।
এর আগে, চার দফায় প্রায় তিন হাজার পর্নসাইট (ডোমেইন ও লিংক) আইআইজির সহায়তায় বন্ধ করার নির্দেশ দেয় বিটিআরসি।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব