দেশের স্বার্থে জনগণের সমালোচনা সরকারকে মেনে নিতে হবে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।
বৃহস্পতিবার সকালে মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় ইউপিআর সুপারিশ বাস্তবায়নের জন্য মনিটরিং ওয়ার্কের খসড়া নিয়ে আলোচনা হয়।
তিনি বলেন, সরকারের সমালোচনাকারীরা কখনওই রাষ্ট্রদ্রোহী হতে পারে না। মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার রক্ষা সরকারকেই করতে হবে।
রিয়াজুল হক যোগ করেন, দেশের উন্নয়ন হচ্ছে। তবে উন্নয়নের মতো দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না। এই পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
বিডি প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত