আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই (বিএসএমএমইউ) চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রবিবার রাতে বিএসএমএমইউ'তে তিনি সাংবাদিকদের একথা জানান।
শেখ সেলিম বলেন, ''এয়ার অ্যাম্বুলেন্স আসছে, কিন্তু সেটা রিস্কি। সেখানে পাঠানো হলে ৪ ঘণ্টা ফাই করতে হবে। সেখানে হয়তো সমস্যা সৃষ্টি হতে পারে। আমাদের ডাক্তাররা পরামর্শ দিয়েছেন যে, তাকে এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে ফ্লাই করা ঠিক হবে না। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি এখানেই চিকিৎসা নেবেন। যদি উন্নত কোনো চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে ভারত থেকে সুব্রত দত্ত ও শুভ দত্তসহ আরও একজনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে- দরকার হলে তাদের নিয়ে আসা হবে। কারণ এই পরিস্থিতি রোগীকে কোনোভাবেই প্লেনে উঠানো ঠিক হবে না।''
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ''প্রধানমন্ত্রী বলছেন, তারা যদি ওবায়দুল কাদেরের ভালো চায়, তাহলে তারা যেন এখানে ভিড় না করে তার জন্য দোয়া করে। এখানে অন্যান্য রোগীরা আছে, তাদের অসুবিধা হচ্ছে। তাই তাদের কথা চিন্তুা করে আমাদের নেতাকর্মীরা যেন সরে যায়।''
তিনি আরও বলেন, ''যারা হাজির হয়েছেন, দেখা করতে আসছেন। এখানে দুটি খাতা রাখা হবে। তারা এই খাতায় নাম ঠিকনা লিখে চলে যাবেন। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে যে, কারা তার সঙ্গে দেখা করতে এসেছিল।''
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শেখ সেলিম বলেন, ''এই মুহূর্তে আমরা তাকে সিঙ্গাপুরে পাঠাচ্ছি না। কারণ তিনি চোখ মেলতেছে, সেচে কথা বলার চেষ্টা করতেছে, নড়াচড়া করতেছে।''
বিডি-প্রতিদিন/০৩ মার্চ, ২০১৯/মাহবুব