সিঙ্গাপুরের ডাক্তারদের প্রতিনিধি দল আজ আবারও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে এসেছেন। বিদেশি এই চিকিৎসকদের সঙ্গে আজ বাংলাদেশের চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসবেন বলে জানা গেছে। এরপর চিকিৎসার পরবর্তী সিন্ধান্ত নেয়া হবে। সিঙ্গাপুরের এ প্রতিনিধি দলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন সহকারী ও দুজন নার্স রয়েছেন।
এর আগে, রবিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের ওই প্রতিনিধি দলটি বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন।
প্রসঙ্গত, হৃদরোগের সমস্যা নিয়ে রবিবার সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৯/মাহবুব