বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আজ সোমবার বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হতে পারে।
সোমবার সকালে সিঙ্গাপুরের ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকের বোর্ড মিটিংয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
বিএসএমএমইউ উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার সাংবাদিকদের জানিয়েছেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা এখন বিদেশ নিয়ে যাওয়ার মতো। ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি আসছেন। উনি আসার পর বিদেশে নিয়ে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, হৃদরোগের সমস্যা নিয়ে রবিবার সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপর তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৯/মাহবুব