হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
সোমবার বিকাল ৪টার দিকে ওবায়দুল কাদেরকে বহনকারী অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি সোমবার দুপুরে বিএসএমএমইউ'তে এসে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এর আগে, বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বোর্ড মিটিংয়ে বসে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের নেওয়া পরামর্শ দেন সিঙ্গাপুরের চিকিৎসকদের প্রতিনিধি দলটি। তারপরও দেবী শেঠির জন্য অপেক্ষা করা হচ্ছিলো। দেবী শেঠিও সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দিলে বিদেশে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, হৃদরোগের সমস্যা নিয়ে রবিবার সকাল সাড়ে ৭টায় হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। এরপর তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/০৪ মার্চ, ২০১৯/মাহবুব