সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানিয়েছেন, গত ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ১৬ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন প্রতিবন্ধীকে চিকিৎসকেরা শনাক্ত করেছে। তাদের সার্বিক তথ্য ‘ডিজেবিলিটি ইনফরমেশন সিস্টেম’-এ অর্ন্তভূক্ত করা হয়েছে। এটি একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে উক্ত সফটওয়্যারটি আধুনিকীকরণের কাজ চূড়ান্ত পর্যায়ে আছে।
গতকাল সোমবার জাতীয় সংসদে বিরোধীদলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার (রংপুর-১) প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এসময় তিনি জানান, ২০১৫ সালের ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে লেমিনেটেড পরিচয়পত্র সরবরাহকাজের শুভ উদ্বোধন করেন। এন্ট্রিকৃত ডাটার আলোকে প্রতিবন্ধী ব্যাক্তিদের মধ্যে লেমিনেটেড পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে।
নুরুজ্জামান আহমেদ আরও বলেন, ২০১১-১২ অর্থ বছরে পাইলটভিত্তিতে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচী শুরু হয়। এর পরের অর্থ বছরে পাইলটভিত্তিতে জরিপ পরিচালিত উপজেলা ব্যতীত দেশের অবশিষ্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
মন্ত্রী জানান, ২০১৩ সালের ১ জুন থেকে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। ২০১৩ সালের ১৪ নভেম্বর প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়। ২০১-১৫ অর্থ বছরে বাদপড়া প্রতিবন্ধী ব্যাক্তিদের জরিপভূক্তকরণ ও ডাক্তার কর্তৃক শনাক্তকরণের কাজ প্রায় সম্পন্ন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর