চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) গতবছরের একই সময়ের চেয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ১ বিলিন মার্কিন ডলার (৯৮ কোটি মার্কিন ডলার) কমেছে। সাধারণ ও খাদ্য মূল্যস্ফীতি উভয়ই গড়ে কমলেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
এসময়ে আমদানি ব্যয় বেড়েছে ৩.২১ শতাংশ। বার্ষিক উন্নযন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ২.৩২ শতাংশ কমেছে। তবে এসময়ে এনবিআর'র রাজস্ব আয় ১২. ৯ শতাংশ বৃদ্ধি পেলেও এনবিআর বহির্ভূত কর রাজস্ব আহরণ কমেছে।
চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আয় ৫২ হাজার ২৭২ কোটি টাকা, যা লক্ষ্য মাত্রার ১৫.৪ শতাংশ। এছাড়া রপ্তানি আয়ও বেড়েছে ১.২৮ শতাংশ। এ সময়ে ব্যাংক থেকে কোন ঋণ নেওয়া হয়নি বরং ২৬ হাজার ৬৮৭ কোটি টাকা ঋণ পরিশোধ করা হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমনি চৌধুরী সভাপতিত্বে আজ সংসদের বৈঠকে ‘বাজেট বাস্তবায়ন ২০১৮-১৯ঃ প্রথম প্রান্তিক (জুলাই- সেপ্টেম্বর) পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামস্টিক অর্থনৈতিক বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন’ উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈদেশিক রিজার্ভের ব্যাপারে প্রতিবেদনে মন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ মোটামুটি স্থিতিশীল রয়েছে, যা ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ছিল ৩ হাজার ১৯৬ কোটি মার্কিন ডলার (৩১.৯৬ বিলিয়ন মার্কিন ডলার) যা দিয়ে ৬.৪ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
বিডি প্রতিদিন/এ মজুমদার