৩৫ হাজার ডিম নষ্ট করার কারণে মালিককে কেন ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে তা না জানতে চেয়ে চার সপ্তাহের রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্টের জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। এছাড়া ডিমের মালিকের দায়ের করা লিখিত অভিযোগটি ৩০ দিনের মধ্যে হাইওয়ে পুলিশ কর্তৃপক্ষকে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ডিমের মালিক শ্রী বিপ্লব কুমার সাহার দায়ের করা রিটের শুনানী শেষে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের এই আদেশ দেন।
রিটে স্বরাষ্ট্র সচিব ,হাইওয়ে বগুড়া অঞ্চলের পুলিশ সুপার, নাটোরের বনপাড়া হাইওয়ে থানার ওসি আলিম হোসেন সিকদার, এটিএসআই বিজয় কুমার সরকার, কনস্টেবল আশরাফুল ইসলাম, সোহেল রানা, শামীম রেজা, মো. নাঈম ও মো. ফারুককে প্রতিপক্ষ করা হয়েছে।
উল্লেখ্য, ২০ হাজার টাকা বকশিশ না দেওয়ায় নাটোরের বনপাড়া হাইওয়ে পুলিশের বিরুদ্ধে এক ব্যবসায়ীর ৩৫ হাজার মুরগির ডিম নষ্ট করে ফেলার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে ১৬ মে ভোরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন