মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট পুরানো ইস্যু নতুন করে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তথ্য জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশলাদি বিনিময় হয়েছে এবং কিছু কিছু ইস্যু আলাপ হয়েছে। এই ইস্যু প্রধানমন্ত্রী আগেও আলাপ করেছেন। আবার নতুন করে ট্রাম্পকে স্মরণ করে দিয়েছেন। এটা আমাদের দেশের দ্বিপাক্ষিক বিষয় সর্ম্পকিত।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮ টায় জাতিসংঘ শিশু তহবিল- ইউনিসেফ কার্যালায়ের হেনরি ল্যাবউসি কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
এরআগে জাতিসংঘের বাংলাদেশ মিশন কার্যালয়ে একান্ত আলাপচারিতায় গত মঙ্গলবার বাংলাদেশ প্রতিদিনের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের তিন দফা সাক্ষাতের তথ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন, কুশল বিনিময়ে তো সাধারণত একজন নেতা, আরেকজনের খোঁজ খরব নেন। এক্ষেত্রেও তেমনটাই হয়েছে। এর বেশি কিছু বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।
জাতিসংঘ সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই দিনের দ্বিতীয় দফা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। প্রধানমন্ত্রী এই ভোজ সভায় যোগদানের একটু পরেই আসেন মার্কিন প্রেসিডেন্ট। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কুশল বিনিময় ছাড়াও দুই নেতাকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়। এরপর জাতিসংঘ মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ একই টেবিলে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলসহ ১৫ রাষ্ট্র ও সরকারপ্রধান। খাবার টেবিলেও এই বিশ্ব নেতাদের আলাপচারিতা চলে। এ সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়কে হাস্যজ্জল দেখা যায়। বিশ্বে অত্যন্ত পরিচিত এই দুই নেতা কি কথা বললেন, সে দিকেই দৃষ্টি সবার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন