ক্যাসিনোর টাকার ভাগ পাওয়া কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে সড়ক ও জনপথ সিলেট জোনের কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘ক্যাসিনোর টাকার ভাগ যারা পেয়েছে, তারা আওয়ামী লীগ কিংবা অন্য দলের অথবা পুলিশ প্রশাসনের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। শুধু চুনোপুঁটিই নয়, এসবের পেছনে রাঘব বোয়ালদের ধরতেও তদন্ত চলছে।’
ক্যাসিনো বিরোধী অভিযান আওয়ামী লীগ নিজেদের ঘর থেকে শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর সাথে যারা জড়িত, তাদের কাউকে ছাড় না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
ক্যাসিনোকাণ্ডে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু সম্রাটই নয়, অনেকের নামই ওঠে আসছে। তদন্ত শুরু হয়েছে, তদন্ত করেই সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ শুধু ঢাকা নয়, সারা দেশে যারা অপকর্মে জড়িত, তারা নজরদারিতে আছেন বলেও উল্লেখ করেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, সকল মহাসড়কে নসিমন, করিমনসহ তিন চাকার যান চলাচল বন্ধ করতে কাজ চলছে। এসব যান আমদানির বিষয় দেখে বাণিজ্য মন্ত্রণালয়। আমদানি বন্ধ করতে তাদেরকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। এছাড়া নম্বরবিহীন অটোরিকশা চলাচল বন্ধ করতে ব্যবস্থা নিতে প্রশাসনকে আগে থেকেই বলে রাখা আছে।
এসময় তিনি সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীতকরণের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, ‘সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। এ অঞ্চলের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়া প্রয়োজন। বিনিয়োগের অভাবে এতোদিন সিলেট-ঢাকা মহাসড়ক চার লেনের কাজ শুরু হয়নি। এখন এ সড়ককে দুটি সার্ভিস লেনসহ ছয়লেনে উন্নীত করতে এশীয় উন্নয়ন ব্যাংক অর্থায়ন করবে।’
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন, সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ওবায়দুল কাদের বৃহস্পতিবার সিলেটে যান। প্রয়াত আওয়ামী লীগ নেতা আ ন ম শফিকুল হকের স্মরণে শোকসভায় যোগ দেন তিনি। আজ শুক্রবার সকালে ওই ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি ঢাকায় ফিরে যান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন