দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৮ মাদক ব্যবসায়ীর বাড়ি চিহ্নিত করে তাতে ‘‘মাদক ব্যবসায়ীর ও ইয়াবা ব্যবসায়ীর বাড়ি’’ সংবলিত সাইবোর্ড টানিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের হেয় প্রতিপন্ন করতে বিজিবি’র পক্ষ থেকে গত কয়েক দিন ধরে কাঠের তৈরি সাইনবোর্ডে অথবা বাড়ির দেয়ালে লাল কালিতে ‘‘মাদক ও ইয়াবা ব্যবসায়ীর বাড়ি” লিখে দেওয়া হয়েছে।
বাড়িগুলো হল, বিরামপুরের দক্ষিণ দামোদরপুর গ্রামের নেজাম উদ্দিন, সাত্তার মন্ডল, কবির হোসেন, শরিফুল ইসলাম এবং দক্ষিণ দাউদপুর গ্রামের মোতালেব হোসেন, ফরিদুল ইসলাম, নুর আমান ও শাহিনুর ইসলাম।
শুক্রবার বিকেলে সীমান্তের দক্ষিণ দাউদপুর (গবিন্দপুর) গিয়ে দেখা যায়, মোতালেব নামের এক ব্যবসায়ীর বাড়িতে কাঠের তৈরী একটি সাইনবোর্ডে যাতে লেখা রয়েছে ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ লেখা নিয়ে ওই ব্যক্তির বাড়ির দরজার সামনে লাগিয়ে দিয়েছে বিজিবি। দাউদপুর ক্যাম্প কমান্ডার ওই মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহিৃতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি’র দাউদপুর ক্যাম্প কমান্ডার মো. ইয়াছিন আলী বলেন, ‘এলাকায় যত মাদক ব্যবসায়ী আছে তাদের সবার বাড়িতে এরকম সাইনবোর্ড লাগানো হবে যাতে করে তারা আর মাদক ব্যবসা না করে’। তাঁরা আরও বলেন, সম্প্রতি যারা মাদক নিয়ে বিজিবি’র হাতে ধরা পড়ছে তাদের সামাজিকভাবেও হেয় করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়।
এলাকার কাটলাহাট-বাজার বণিক কমিটির সাধারণ সম্পাদক মো. সামসুল মিয়া জানান, বিজিবি’র এমন উদ্যোগে সাধুবাদ জানাই। তবে শুধু ছোট মাদক কারবারিদের নয় রাঘব বোয়ালদেরও চিহিৃত করে তাদের বাড়িতেও এমন সাইনবোর্ড যুক্ত করার আহ্বান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল