১২ নভেম্বর, ২০১৯ ০৯:৪০

বুলবুলের আঘাতে বিদ্যুৎহীন ৫০ লাখ গ্রাহক, সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

বুলবুলের আঘাতে বিদ্যুৎহীন ৫০ লাখ গ্রাহক, সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় 'বুলবুল'-এ লন্ডভন্ড উপকূলীয় জনপদ। কোথাও কোথাও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও, এখনও অন্তত ৫০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন। ঝড় আর বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। এদিকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। 

ভোলার লালমোহনের শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ভুক্তভোগীরা জানান, ঘরে গাছ চাপা পড়ে ঘর ভেঙ্গে গেছে। এখন থাকার জায়গাও নেই। 

বুলবুলের তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে ২১ জেলার অন্তত ৫০ লাখ গ্রাহক। তারা জানান, 'এখন পর্যন্ত বিদ্যুৎ নেই। আমারা অনেক ভোগান্তিতে আছি। ঘরে পানি নাই, বিদ্যুৎ নাই।'

বাগেরহাটে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনী ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

এদিকে, সুন্দরবনে পর্যটকদের প্রবেশে আপাতত নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এছাড়া বনের ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ শুরু করেছে বন বিভাগের ৬৩টি ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর