১২ নভেম্বর, ২০১৯ ১০:৫৯

কসবা ট্রেন দুর্ঘটনা: তথ্যকেন্দ্রে পাওয়া যাচ্ছে হতাহতদের পরিচয়

অনলাইন ডেস্ক

কসবা ট্রেন দুর্ঘটনা: তথ্যকেন্দ্রে পাওয়া যাচ্ছে হতাহতদের পরিচয়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার রাত ৩টার দিকে দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। 

এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ  থেকে তথ্যকেন্দ্র খোলা হয়েছে। তথ্যকেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে হতাহতদের পরিচয়।

কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কায়সার ভূঁইয়া জীবন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ  থেকে তথ্যকেন্দ্র খোলা হয়েছে। হতাহতের পরিচয় পেলেই জানানো হচ্ছে। আর আটকে পড়া যাত্রীদের খাবারের ব্যবস্থাও করেছে উপজেলা প্রশাসন। চেয়ারম্যান আরও জানান, আইনমন্ত্রী উপজেলা চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন যাত্রীদের সুবিধামতো স্থানে পৌঁছে দেওয়ার জন্য যেন পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়। আইনমন্ত্রীর বাড়ি এই কসবা উপজেলায়।

পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানও ঘটনাস্থলে রয়েছেন। তিনি জানান, পুলিশ সার্বিকভাবে চেষ্টা করছে উদ্ধারকাজে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর