ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ট্রেন দুর্ঘটনায় আহত এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার তাকে ঢামেকে ভর্তি করা হয়।
ওই যুবকের নাম মুন্না মিয়া (২৫)। তিনি বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার মহুল্লসুনাম গ্রামের মৃত মো. ওমর আলীর ছেলে।
মুন্না জানান, তিনি একটি গ্রিলের দোকানে কাজ করেন। সোমবার রাতে কয়েক বন্ধু মিলে ‘উদয়ন এক্সপ্রেস’-এ তারা চট্টগ্রাম যাচ্ছিলেন।
জানা গেছে, উদ্ধার করে প্রথমে তাকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হয়েছিল। পরে তাকে ঢামেকে পাঠানো হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মুন্নার ডান পায়ে আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম