বাংলাদেশ শিশু অধিকার ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে এক হাজারের বেশি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে হিসেবে প্রতিমাসে গড়ে ৮৪ শিশু ধর্ষণের শিকার হয়েছে। প্রতিবেদনে সার্বিক নির্যাতনের হার কমছে বলে উল্লেখ করা হলেও শিশুদের যৌন নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে বলে দাবি করা হয়।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আজ এক সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। প্রতিবেদন শিশু নির্যাতনকে অপমৃত্যু, যৌন নির্যাতন, অপহরণ, নির্যাতন ও সহিংসতা,আঘাতে মৃত্যু ও বাল্যবিবাহ-এই ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১৫টি জাতীয় দৈনিক পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রকৃত অপরাধের সংখ্যা এর চেয়েও বেশি। তারা জানায়, ২০১৯ সালে শিশু হত্যা বেড়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। গড়ে প্রতিমাসে ৩৭ শিশু হত্যার ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রে তুচ্ছ ঘটনা,পারিবারিক সহিংসতা, দাম্পত্য কলহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে শিশুর প্রাণ গেছে। গত ৫ বছরের মধ্যে ২০১৯ সালে শিশু হত্যার ঘটনা ছিল সবচেয়ে বেশি। ২০১৯ সালে ৪৪৮ শিশুকে হত্যা করা হয়েছে। যেখানে ২০১৮ সালে এ সংখ্যা ছিল ৪১৮ জন।
এসময় আরও জানানো হয়, ২০১৯ সালে ৪৩৮১ শিশু নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ২০৮৮টি শিশুর অপমৃত্যু এবং ১৩৮৩ শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। শিশু নির্যাতন ও সহিংসতা কমলেও যৌন নির্যাতনের হার বেড়েছে ৭০ দশমিক ৩৪ শতাংশ। সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ ও গাজীপুরে। এরমধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ ঢাকায়, ১১৬ শিশু। এসব ঘটনায় হওয়া মামলার মধ্যে গত ৫ বছরে মাত্র ১৬৪ মামলার রায় হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার