ঢাকা-১০ আসনের উপনির্বাচনে একটি ভোট পড়লেও নির্বাচন কমিশন ধরে নেবে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।
শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপনির্বাচনের পর্যালোচনা তুলে ধরে এ মন্তব্য করেন তিনি।
ভোটের হার কম হওয়ার বিষয়ে তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) জাল ভোট দেওয়ার সুযোগ নেই, তাই ভোটার উপস্থিতি কমে ভোট পড়ার হার কমে যায়।
তিনি বলেন, ‘অংশগ্রহণমূলক বলতে কী বোঝানো হয় জানি না। যারা প্রার্থী তারা যদি অংশগ্রহণ করেন, তাহলেই অংশগ্রহণমূলক। ভোটাররা ভোট দিতে যাবেন কী-না, সেটা ভোটারদের বিষয়। ভোটারদের বাধ্য করা যাবে না। কোনো আইনেও নেই, বিধানেও নেই।
এদিকে, ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১৬ হাজার ৯৬৫টি। এ হিসাবে আসনটিতে গড় ভোটের হার ৫ দশমিক ২৮ শতাংশ।
এর আগে, শনিবার সকাল ৯টা থেকে এর ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে। ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়েছে এবার। এই আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৮ হাজার ৭৭৭। নারী এক লাখ ৪৩ হাজার ৫০৪ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন