অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২৬ মার্চের মধ্যেই আদালত বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ রবিবার সকালে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেন অ্যাটর্নি জেনারেল। পরে সাংবাদিকদের তিনি বলেন, আদালত বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধান বিচারপতি অন্যান্য বিচারপতিদের সঙ্গে বসবেন। সেটা ২৬ মার্চের আগেই হতে পারে। এছাড়া রাষ্ট্রের অন্যান্য সংস্থাগুলোও এর মাঝে কী করে সেটাও তিনি দেখবেন।
বিডি প্রতিদিন/ফারজানা