করোনাভারইরাস সতর্কতায় আগামীকাল সোমবারের নিয়মিত মন্ত্রীপরিষদের বৈঠক স্থগিত করা হয়েছে। আজ রবিবার এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।
মুজিববর্ষে সংসদে বিশেষ অধিবেশন থাকায় আগামীকালের বৈঠকটি আগে থেকেই স্থগিত ছিল। অধিবেশন স্থগিত হবার পরও সাবধানতা অবলম্বন করতেই আগামীকালের বৈঠকটি পরে অনুষ্ঠিত হবে।
সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।
বিডি প্রতিদিন/আরাফাত
বিডি প্রতিদিন/আরাফাত