বগুড়ার শেরপুর উপজেলার পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় যাত্রীবাহী বাসের সাথে লবণ বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ নন্দীগ্রাম থানার কুন্দারহাট ফাঁড়ি ইনচার্জ ইয়ামিন উদ দৌলা। তারা ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন।
এদিকে, বুধবার বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর জামতলায় ভোর সাড়ে ৫টায় নওগাঁগামী লবণ বোঝাই ট্রাকের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে মৃদৃল হোসেন (২২) নামের এক জন নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত মৃদুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চাঁচড়া গ্রামের রফিকুল ইসলামের পুত্র। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রতন ইসলাম।
বিডি প্রতিদিন/ফারজানা