৯ এপ্রিল, ২০২০ ১৪:১২

স্বাস্থ্যবিধি মেনে হাওড়ে ধান কাটতে কৃষি মন্ত্রণালয়ের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে হাওড়ে ধান কাটতে 
কৃষি মন্ত্রণালয়ের অনুরোধ

ফাইল ছবি

হাওর এলাকায় ধান কাটাসহ সারা দেশে কৃষি উৎপাদন ও বিপণন ব্যবস্থা অব্যাহত রাখতে সরকার বেশ কিছু নির্দেশনা দিয়েছে। 

আজ এক জরুরি বিজ্ঞপ্তিতে কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, এখন হাওর এলাকায় ধান কাটার মৌসুম। এ উপলক্ষে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক শ্রমিক হাওর এলাকায় শ্রম বিক্রি করেন। এই অবস্থায় হাওরাঞ্চলে ধান কাটার শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে আগমন ও চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে কৃষি মন্ত্রণালয়।

এতে আরও বলা হয়, হাওড়ে ধানকাটা চলাচলের কালে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ কৃষক ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করবেন।

জরুরি পণ্য বিবেচনায় সার, কীটনাশক, বীজ বসে সেচ যন্ত্রসহ সকল কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, কম্বাইন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, রিপার ইত্যাদি এবং খুচরা যন্ত্রাংশ কৃষি যন্ত্র ব্যবহৃত জ্বালানি তেল দেশের অভ্যন্তরে সর্বত্র পরিবহন ও ক্রয়-বিক্রয় অব্যাহত থাকবে। একইভাবে আমদানিকৃত কৃষিপণ্য ও উপকরণ বন্দরে খালাস করা যথারীতি অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর