করোনাভাইরাস প্রতিরোধে নানা উদ্যোগ গ্রহণ করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। জেডআরএফের সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে উভয় সংগঠনের উদ্যোগে রাজধানীতে আরো ৫ টি এবং চট্টগ্রামে ১টিসহ মোট ৬টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের নিরাপত্তার জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করা হয়।
শনিবার সকালে বিভিন্ন মেডিকেল কলেজে গিয়ে জেডআরএফ ও ড্যাবের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ সংশ্লিষ্ট মেডিকেল কলেজের উর্দ্ধতন কর্তৃপক্ষের মাঝে পিপিই প্রদান করেন। সকালে চট্টগ্রামের বিজিসি মেডিকেল কলেজে পিপিই বিতরণকালে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসেনর উপদেষ্টা ও জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এ সময় অনলাইনে যুক্ত থেকে বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক এস এম তারেক প্রিন্সিপাল। আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. তামান্না শরীফ, ড্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি ডা. মো. আব্বাস উদ্দিন, ড্যাব নেতা রাইহান উদ্দিন, ডা. নাসিমুজ্জামান, ডা. মইন উদ্দিন, সহকারী ম্যানেজার আজিজুল হক, এডমিন অফিসার সেলিম উদ্দিন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সকাল দশটায় মিরপুরের ডেল্টা মেডিকেল কলেজে অতিথি হিসেবে পিপিই বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের ডা. সিরাজুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য ব্যক্তিবর্গ।
শাহবাগে ইব্রাহিম মেডিকেল কলেজে সকাল ১১টায় অতিথি হিসেবে পিপিই বিতরণ করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের ডা. পাভেল, বারডেমের যুগ্ম পরিচালক ডা. নাজিম ফারইয়ান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন ও বেসরকারি মেডিকেল ছাত্রদলের মোতাহার হোসেন প্রমুুখ।
দুপুর ১২টায় আসাদগেট মেইন রোডে কেয়ার মেডিকেল কলেজে অতিথি হিসেবে পিপিই বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন ও ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. আব্দুস সালাম। এ সময় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল হাওলাদার, বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের শুভ প্রমুখ উপস্থিত ছিলেন। মিরপুর-১৪ নাম্বারে মার্কস মেডিকেল কলেজে দুপুর ১২টায় অতিথি হিসেবে পিপিই বিতরণ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও ড্যাবের কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল।
এ সময় ড্যাবের সাহিত্য সম্পাদক ডা. ফারুক আহমেদ, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মোহাম্মদপুর রিং রোডে সেন্ট্রাল ইন্টারান্যশনাল মেডিকেল কলেজে দুপুর ১টায় অতিথি হিসেবে পিপিই বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনকি সম্পাদক ফজলুল হক মিলন ও ড্যাবের মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, ডা. শহীদ হাসান, ডা. ফারুক কাশেম প্রমুখ।
পিপিই বিতরণে সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ড্যাবের সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, সাংগঠনিক সম্পাদক ডা. খালেকুজ্জামান দীপু, জেডআরএফের মনিটর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম ও বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ।
বিডি প্রতিদিন/আল আমীন