সারা পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও এগোচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা৷ ভারতে রবিবার আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ১৫ হাজার সংখ্যাও ৷ সকালে মোট করোনা কেসের সংখ্যা ১৫,৭০৭ ৷ মৃতের সংখ্যা ৫০৭ ৷ ইতিমধ্যেই সুস্থ হয়ে গেছেন ২,২৩০ জন ৷ এই মুহূর্তে আক্রান্ত রয়েছেন ১২,৯৬৯ জন ৷
সারা পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে ৷ সারা পৃথিবীতে মৃতের সংখ্যা ১,৬০,০০০ ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে নিজের রাগ ফের একবার উগড়ে দিয়েছেন চীনের বিরুদ্ধে ৷
এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা অবধি সারা ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৮ ৷ সারা ভারতে আক্রান্তের সংখ্যা ১৪,৭৯২৷ শনিবার দিন সারা দেশে মৃত্যু হয়েছে ৩৬ জনের, আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫৭ জন ৷ শুক্রবার সন্ধ্যার পর থেকে ২৪ ঘণ্টায় এটা নতুন সংক্রমণের হার এমনটাই জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ৷
তবে এই মুহূর্তে সারা দেশে মোট সংক্রমিতের সংখ্যা ১২, ২৮৯ ৷ সুস্থ হয়ে গেছেন ২০১৪ জন ৷ সারা দেশে আক্রান্তদের মধ্যে ৭৬ জন বিদেশিও রয়েছেন৷
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ জানিয়েছে, ভারতে করোনাভাইরাসের ১৬,৩৬৫টি কেস পজিটিভ হয়েছে এখনও অবধি ৷
মন্ত্রণালয়ে যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, করোনা অতিমারিতে আক্রান্তদের মধ্যে ৪,২৯১ জন তবলিগ জামাতের ধর্মীয় সমাবেশের সঙ্গে যুক্ত ৷ তিনি জানিয়েছেন, গত মাসে দিল্লিতে যে ধর্মীয় সমাবেশ হয়েছিল , ‘এই কেগুলি ২৩টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে যার জেরে বিভিন্ন রাজ্যে এটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যেমন তামিলনাড়ুর শতকরা ৮৪ ভাগ, দিল্লির শতকরা ৬৩ ভাগ, আসামের শতকরা ৯১ভাগ, উত্তরপ্রদেশের শতকরা ৬১ ভাগ, আন্দামান ও নিকোবরের শতকরা ৮৩ ভাগ কেসের বৃদ্ধি শুধু এই যোগেই ৷ ’
২৪ ঘণ্টায় ৩৬টি মৃত্যুর মধ্যে মধ্যপ্রদেশে ১২ জন, গুজরাটে ১০ জন, মহারাষ্ট্রে ৭ জন, দিল্লিতে ৪ জন, অন্ধ্র-বিহার-জম্মু কাশ্মীরে একজন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ শুক্রবার থেকে মন্ত্রণালয় যে হিসাব জানিয়েছে, তাই অনুযারির এই পরিসংখ্যান ৷
সারা দেশে এ পর্যন্ত যে ৪৮৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র তাদের রাজ্যে মৃত্যুর সংখ্যা ২০১ ৷ এছাড়া মধ্যপ্রদেশে ৬৯, গুজরাটে ৪৮, দিল্লিতে ৪২, তেলেঙ্গানায় ১৮, তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশে-১৫ ও উত্তরপ্রদেশের ১৪ জন মারা গেছে ৷
পাঞ্জাব ও কর্ণাটকে ১৩ জন করে মারা গেছেন.রাজস্থানে মৃত্যু হয়েছে ১১ জনের, পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা এখনও ১০ ই আছে ৷ কেরালা, জম্মু-কাশ্মীর, হরিয়ানায় ৩ জনের মৃত্যু হয়েছে. ঝাড়খণ্ড ও বিহারে দুজনের করে মত্যু হয়েছে ৷
মেঘালয়, হিমাচল প্রদেশ, ওড়িশা, আসামে একটি করে মৃত্যু হয়েছে ৷ যদিও সংবাদ সংস্থা পিটিআইয়ের মতে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০ -র গণ্ডি৷ তাদের পরিসংখ্যান অনুযায়ী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫১৮ জনের ৷-নিউজ এইট্টিন
বিডি প্রতিদিন/আরাফাত