রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক এবং স্থিতিশীল রাখার পাশাপাশি অসাধু ব্যবসায়ীরা কোন ধরনের কারসাজি করছেন কি-না তা খতিয়ে দেখতে এবার নিজেই মাঠে নামলেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।
সোমবার ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে পরিচালিত এই অভিযানে সচিবের সঙ্গে রয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা (অতিরিক্ত সচিব), সহকারী পরিচালক আবদুল জব্বার মন্ডল।
এ সময় পিয়াজ, আদা, রসুন, চাল, ডাল, আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা, প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে এসব পণ্য বিক্রয় না করা, ক্রয়কৃত মূল্যের সাথে বিক্রয় মূল্য সামঞ্জস্যপূর্ণ হওয়া, করোনাভাইরাসের কারণে লকডাউনকে কেন্দ্র করে অতি মুনাফা লাভ থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়।
টিসিবির ন্যয্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রমের তদারকিও করেন বাণিজ্য সচিব। এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বাজারে বাজারে গিয়ে রমজান মাসে সাধারণ মানুষের কাছে স্বাভাবিক মূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের প্রতি আমরা আহবান জানাচ্ছি। লকডাউনর অজুহাত দেখিয়ে যদি কোন অসাধু ব্যবসায়ী অন্যায়ভাবে পণ্যের দাম বেশি রাখেন বা ওজনে কম দেন তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিসিবির ন্যয্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রমে ক্রেতাদের স্বাস্থ্যবিধি রক্ষা করা হচ্ছে কিনা সে বিষয়টিও তিনি নিজে ঘুরে ঘুরে তদারকি করছেন বলে জানান।
বিডি প্রতিদিন/আল আমীন