ত্রাণের অনিয়ম নিয়ে রিপোর্ট করায় দুইটি গণমাধ্যমের সম্পাদকের বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে, তা দুর্নীতি ও অভিযুক্তদের প্রশ্রয় দেয়ার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা তাবিথ আউয়াল।
আজ তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি তার ভেরিফাইড ফেসবুকেও দুই গণমাধ্যম সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।
তাবিথ আউয়াল বলেন, যখন দেশের মানুষ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একসাথে জেগে উঠেছে, তখন আওয়ামী লীগের উচিত ডিজিটাল নিরাপত্তা আইনকে হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে জনগণের কাতারে যোগ দেয়া।
বিডি নিউজ ও জাগো নিউজের সম্পাদকদের বিরুদ্ধে দায়ের করা মামলা উঠিয়ে নেয়ার দাবি জানান তিনি। একই সাথে তিনি প্রশাসনকে স্বাধীন গণমাধ্যম ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে সাংবাদিক কাজলকে দ্রুত খুঁজে বের করার অনুরোধ করেন।
এদিকে, তাবিথ আউয়ালের সহযোগিতায় আজ উত্তর সিটির ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ কাজে অংশ নেন আতিকুল ইসলাম মতিন, আহমদ আলী, অ্যাডভোকেট রুনা লায়লা রুনাসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/আরাফাত