।করোনাভাইরাস বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমন বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র (সংগ্রামী সদস্য/ভিক্ষুক) সদস্য পরিবারের মধ্যে গত ৮ এপ্রিল থেকে খাদ্য সহায়তা কর্মসূচি শুরু করা হয়।
ইতোমধ্যে ৮,১৭১ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামী ২ মাস ৩০,০০০ হতদরিদ্র (সংগ্রামী সদস্য/ভিক্ষুক) সদস্য পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হবে। উক্ত খাদ্য সহায়তা হিসাবে প্রতিটি পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি চাল, ৪ কেজি ডাল, ৮ কেজি আলু, ২ কেজি লবন, ৪ কেজি পিয়াজ, ২ লিটার তেল, ৪ টি সাবান ও নগদ ৬০০ টাকাসহ ৩২০০ টাকার সামগ্রী প্রদান করা হবে।
প্রতিটি পরিবারকে ২ মাসে ২ বার এ খাদ্য সহায়তা প্রদান করা হবে। এদিকে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে ২৯ মার্চ-২৩ এপ্রিল ২০২০ গ্রামীণ ব্যাংকের সদস্যদের ঋণের কিস্তি আদায় বন্ধ রাখা হয়। এরপর সার্বিক পরিস্থিতি আশঙ্কাজনক বিবেচনা করে আগামী ৩০ মে পর্যন্ত কিস্তি আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ