ঢাকা ছেড়েছেন বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের আরও ৩০১ নাগরিক। তাদের বহনকারী ওমনি এয়ারলাইন্সের ফ্লাইটটি মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।
এর আগে গত ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক ঢাকা ত্যাগ করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম