বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে সমন্বয় করে বিস্ফোরক পরিদপ্তরকে আধুনিক করা প্রয়োজন। এজন্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং কারিগরি জ্ঞান সম্পন্ন অধিক লোকবল নিয়োগ দেয়া উচিত। এছাড়াও বিস্ফোরক পরিদপ্তরের কার্যক্রম জনবান্ধব করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
আজ রবিবার প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ‘বিস্ফোরক পরিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, হাইড্রোকার্বন ইউনিট ও খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো–এর কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন।
অগ্রগতি পর্যালোচনা সভায় হাইড্রোকার্বন ইউনিট-এর কার্যক্রম নিয়ে আলোচনাকালে তিনি বলেন, হাইড্রোকার্বন ইউনিটকে আমরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পেট্টোলিয়াম ও মিনারেল খাতের থিংক ট্যাংক হিসেবে দেখতে চাই। নতুন কোন বিষয় বা নতুন কোন ধারণা, জ্বালানির ব্যবহার বা ভবিষ্যৎ জ্বালানি নিয়ে প্রতিষ্ঠানটি গবেষণা করবে। মানবসম্পদ উন্নয়নেও হাইড্রোকার্বন ইউনিট দায়িত্ব নিতে পারে। এসময় তিনি খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোকে মন্ত্রণালয় ও জেলা পর্যায়ে আরও সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। এছাড়াও লৌহা খনির সঠিক অবস্থা নির্নয়ের সাথে সাথে বাণিজ্যিকভাবে তা লাভজনক কিনা সে বিষয়ে প্রয়োজনীয় ফিজিবিলিটি স্টাডি করার নির্দেশ দেন তিনি।
ভার্চুয়াল এই সভায় আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক জাফর উল্লাহ, হাইড্রোকার্বন ইউনিট-এর মহাপরিচালক এ এস এম মঞ্জুরুল কাদের, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন ও বিস্ফোরক পরিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মঞ্জুরুল হাফিজ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত