সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সা'দত হুসাইন মারা যাওয়ার ২০ দিনের মাথায় তাঁর স্ত্রী শাহানা চৌধুরীও মারা গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। বুধবার জোহর নামাজের পর রাজধানীর নিকুঞ্জ এলাকায় স্বামী প্রয়াত সা’দত হুসাইনের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানান তার পুত্রবধূ।
বিডি প্রতিদিন/হিমেল