ত্রাণ বিতরণের জন্য ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে নরসিংদীর রায়পুরায় দুর্ঘটনার কবলে পড়েছেন পরিকল্পনা মন্ত্রী এম. এ মান্নান। একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে তার পাজেরো গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি বা অন্যকেউ হতাহত হননি।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলাধীন নীলকুঠি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে পুলিশ জানান, মন্ত্রী ত্রাণ দেওয়ার জন্য সিলেট যাচ্ছিলেন। প্রোটকলের গাড়িটি সামনে ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছাকাছি প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ি সাথে ধাক্কা লাগে। পরে মন্ত্রী অক্ষত অবস্থায় গাড়ি পরিবর্তন করে প্রটোকল নিয়ে সিলেট রওনা হন। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও মন্ত্রীর গাড়ির (ঢাকা মেট্রো- ১৮-৫৭৯৪) সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয় এবং প্রাইভেট কারটির ( ঢাকা মেট্রো -ভ- ০২-১৩৩০) সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
মন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা লাগা প্রাইভেটকারের চালক মো. আমজাদ সাংবাদিকদের জানায়, তিনি নারায়নগঞ্জের রুপগঞ্জ উপজেলার কাঞ্চন থেকে ১৬০০ টাকা ভাড়ায় যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিলেন। ভৈরবের নিকটস্থ মাহমুদাবাদ নামা পাড়া (জগন্নাথপুর ব্রীজের আগে) পৌছালে পুলিশের ব্যারিকেট দেখে সেখানেই যাত্রী নামিয়ে দিয়ে পুনরায় নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। নীলকুঠি বাসস্ট্যান্ডের কাছে এসে পুলিশের প্রোটকলের গাড়ি দেখে হতচকিত হয়ে ব্রেক চাপলে বৃষ্টি ভেজা পিচে প্রাইভেটকারটি স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে আঘাত করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মামুন রহমান বলেন, দুর্ঘটনায় কেউ হতাহত হননি। মন্ত্রীও সুস্থ আছেন। চালকসহ প্রাইভেটকারটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম