২৬ অক্টোবর, ২০২০ ১৬:০৬

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় গাড়িচালক গ্রেফতার

অনলাইন ডেস্ক

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় গাড়িচালক গ্রেফতার

প্রতীকী ছবি

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়িচালক মীজানুর রহমানকে। ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশনস) রবিউল ইসলাম আজ সোমবার দুপুরে গাড়িচালককে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

সাংসদ হাজী সেলিমের ছেলেসহ চারজনের নাম উল্লেখ করে মামলাটি করেছেন মারধরের শিকার নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহম্মেদ খান। আজ সকাল পৌনে ৮টার দিকে মামলাটি করা হয়। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে।

আরও পড়ুন: নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের মামলা; হাজী সেলিমের ছেলেকে হেফাজতে নিয়েছে র‍্যাব

আসামিরা হলেন ইরফান সেলিম, এ বি সিদ্দিক দীপু, ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদ, মীজানুর রহমান ও অজ্ঞাতনামা আরও দুই/তিনজন। এ ঘটনায় আজ দুপুরে অভিযুক্ত ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে হেফাজতে নিয়েছে র‌্যাব।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর