শিরোনাম
- রাঙামাটিতে ট্রাক্টর উল্টে তিন শ্রমিক নিহত
- গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী
- মাহফুজ আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক
- সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
- নিষিদ্ধ রাজনৈতিক দলের নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: ডিএমপি কমিশনার
- পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল বিসিবি
- বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
- টিকটক লাইভেই ইনফ্লুয়েন্সারকে গুলি করে হত্যা
- দিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ শেষ মুহূর্তে বাতিল
- রুপগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
- গাজা দখলে নিয়ে ‘স্বাধীনতা অঞ্চল’ তৈরি করতে চান ট্রাম্প
- তুরস্কে ‘ডামি’ প্রতিনিধি দল পাঠিয়েছে রাশিয়া : জেলেনস্কি
- এনসিপিদের সাদরে বরণ, জবি ছাত্রদের উপর টিয়ারশেল? প্রশ্ন রিজভীর
- রাজবাড়ী সদর হাসপাতালে ফের দুদকের অভিযান
- সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি গ্রেফতার
- সান্তাহারে প্রতিমা বিসর্জনের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- আইপিএলে অন্তত দুটি ম্যাচে মুস্তাফিজকে পাবে দিল্লি
- রাশিয়া-ইউক্রেন আলোচনায় অগ্রগতি হলে তুরস্ক যেতে পারেন ট্রাম্প
- অ্যাপল পণ্যের উৎপাদনে চীনের বিকল্প ভারত
- কুলাউড়ায় শিশুসহ ১৪ জনকে পুশইন করল বিএসএফ
নদী খননে হাজার কোটি টাকা খরচ হলেও ফেরিঘাট বন্ধ থাকায় সংসদীয় কমিটির ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন

নদী ড্রেজিংয়ের নামে নদীর তলদেশ থেকে বালু অপসারণ করে আবার নদীতেই ফেলায় ড্রেজিংয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি। নদীতে বালু ভরাট হয়ে চর জেগে ওঠায় আরিচা, গোয়ালন্দ ও মাওয়া ঘাটসহ বেশ কয়েকটি ঘাটে ফেরিঘাট বন্ধ হয়ে গেছে। অথচ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দাবি করছে তারা ড্রেজিং করেছে।
বিষয়টিকে শুভংকরের ফাঁকি উল্লেখ করে নদী খননের বিষয়ে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলেছে কমিটি।
এসময় হাজার কোটি টাকা খরচ করে প্রতিবছর নদী খনন করা হলেও সেই সব কাজ দৃশ্যমান নয় বলে ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা।
পাশাপাশি আর নদী দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদসহ নৌপথে যাত্রীদের ভোগান্তি দূর করতে নৌ টার্মিনালে প্রবেশে টিকিটের অনিয়ম ও চাঁদাবাজি বন্ধের সুপারিশ করে কমিটি।
সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত ‘সরকারি প্রতিষ্ঠান কমিটি’র দশম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম এবং মুহিবুর রহমান মানিক বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, নদী ড্রেজিংয়ের ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানকে বলেছে সংসদীয় কমিটি। নদী খনন করে বালু নদীতেই রাখা হয়। এটা একটা শুভংকরের ফাঁকি। তাই কমিটির সদস্যরা বলেছে, নদী খননের পর সরকারি জমি বা ব্যক্তি মালিকানাধীন জমি লিজ নিয়ে বালু রাখা হোক।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে নদী ভাঙনরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও ভাঙন রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে নৌপথ সচল রাখতে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ড্রেজিংকৃত পলিমাটি ও বালি পুনরায় নদীতে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার এবং নদী ভাঙনরোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও ভাঙন রোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।
বৈঠকে নৌপথ সচল রাখতে বিআইডব্লিউটিএ-এর ড্রেজিং কার্যক্রম, নৌপথে যাত্রীদের ভোগান্তি দূর করতে লঞ্চের রোটেশন প্রথা বাতিলকরণে বিআইডব্লিউটিএ কর্তৃক গৃহীত পদক্ষেপ এবং প্রাতিষ্ঠানিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া, নদী দখল ও দূষণরোধে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে উচ্ছেদ ও দখলমুক্ত করার জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান ও বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর