সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদরের একাংশ) উপ-নির্বাচনে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১৭১টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। তবে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম।
সকালে আওয়ামী লীগ প্রার্থী তানভীর শাকিল জয় কাজিপুর উপজেলার বেরিপটল প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। বিএনপি প্রার্থী সেলিম রেজা চালিতাডাঙ্গা স্কুলে ভোট প্রদান করেন। বিএনপি প্রার্থী সেলিম রেজা অভিযোগ করে বলেন, কোন কেন্দ্রে বিএনপির এজেন্ট ঢুকতে দেয়া হয়নি। এমনকি ইভিএমে আঙ্গুলের ছাপ নেয়ার পর নৌকা প্রতীকের বোতামে ভোট দিতে ভোটারদের বাধ্য করছে নৌকা প্রতীকের এজেন্ট ও সমর্থকরা।
তবে বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ প্রার্থী বলেন, বিএনপি এজেন্ট না দিয়েই মিথ্যা অভিযোগ তুলছে।
অন্যদিকে, ভোটের পরিবেশ সুষ্ঠ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে। ভোট কেন্দ্রে কড়া পাহারা রয়েছে। সিরাজগঞ্জে এবারই প্রথম একযোগে প্রতিটি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। আঙ্গুলের ছাপ মিললে সহজেই ভোট প্রদান যাচ্ছে। আঙ্গুলের ছাপ না মেলায় অনেক ভোটারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। দুই একটি কেন্দ্রে ইভিএম মেশিনে সমস্যা হলে বিশেষজ্ঞরা দ্রুত মেরামত করে দিচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা