২৬ নভেম্বর, ২০২০ ১২:৪৪

মুম্বাই হামলা কখনওই ভুলব না: দোরাইস্বামী

অনলাইন ডেস্ক

মুম্বাই হামলা কখনওই ভুলব না: দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ফাইল ছবি

ভারতের মুম্বাইয়ের তাজ হোটেলে হামলায় নিহতদের স্মরণ করলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৃহস্পতিবার টুইটারে তিনি মুম্বাই হামলার বার্ষিকী স্মরণ করেন।


টুইটারে তিনি লেখেন, “২৬/১১ কখনওই ভুলব না। কখনওই ক্ষমা করা হবে না। আমরা সব সময় স্মরণ করব।”

তিনি মুম্বাই হামলা নিয়ে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের একটি টুইট রিটুইট করেছেন।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতর টুইটারে জানিয়েছে, মুম্বাই হামলার ১২তম বার্ষিকীতে ৬ আমেরিকান নাগরিকসহ ক্ষতিগ্রস্তদের বিচারে যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ভারত একযোগে কাজ করবে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলায় ১৬৪ জন নাগরিক নিহত হন।

প্রতি বছর ২৬ নভেম্বর হোটেল তাজ ও মুম্বাইয়ের অন্য জায়গাগুলোতে হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর