বিশিষ্ট পরিবেশবিদ ও বাংলাদেশ সেন্টার অ্যাডভান্সড স্ট্যাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান বলেচছেন, বিশ্বের বিভিন্ন দেশ একটি মহাদুর্যোগের মধ্যে থাকলেও বাংলাদেশ দু’টি মহাদুর্যোগের মধ্যে রয়েছে। আর তার মধ্যে একটি হলো কোভিড-১৯ ও ও অপরটি প্রাকৃতিক দুর্যোগ।
আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মিলনায়তনে ‘পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ক পরিসংখ্যানে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তি বিষয়ে তথ্য-উপাত্ত প্রস্তুতকারী এবং ব্যবহারকারীদের জন্য পদ্ধতিগত নির্দেশনা ও নিয়ম-কানুন’ বিষয়ক প্রকাশনার সেমিনারে তিনি এ কথা বলেন।
এসময় রিনি আরও বলেন, বাংলাদেশ সব সময় বন্যা, খরা, ভাঙন ও সাইক্লোন মোকাবিলা করছে। কখনো বছরে পাঁচবার বন্যা হয়। এর উপর করোনার থাবা। তারপরও বাংলাদেশ সব দুর্যোগ মোকাবিলা করছে।
ড. আতিক রহমান বলেন, বাংলাদেশে সব সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে। অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। নতুন করে পরিকল্পনা করতে হবে। নতুন পরিকল্পনার জন্য দরকার ডেটা।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলার বড় উদাহরণ বাংলাদেশ। তবে বাংলাদেশ ক্লাইমেট ইনজাস্টিসের শিকার। ধনী দেশগুলো জলবায়ু পরিবর্তন করছে অথচ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা পরিবেশের ক্ষতি করছে তারা বিপদে পড়ছে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ