দেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আজ বিকেল পৌনে চারটায় শুনানির সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সকালে এই সময় নির্ধারণ করেন।
রিটকারী আইনজীবী এনামুল কবিরের আবেদনের প্রেক্ষিতে আদালত এই সময় নির্ধারণ করেন। এর আগে গতকাল তিনি দেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধে রিট আবেদন করেন।
বিডি প্রতিনিধি/আবু জাফর