৮ মার্চ, ২০২১ ১৭:২৩

পোশাকের পাশাপাশি প্লাস্টিকেও নজর সরকারের

অনলাইন ডেস্ক

পোশাকের পাশাপাশি প্লাস্টিকেও নজর সরকারের

ফাইল ছবি

প্লাস্টিক খাতের বিশাল সম্ভাবনা রয়েছে। ইউরোপ, আমেরিকা, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিক পণ্য রফতানি করে বাংলাদেশ। এ জন্য তৈরি পোশাকের মতো এই খাতটিতেও নজর দিচ্ছে সরকার। গড়ে তোলা হচ্ছে পরিকল্পিত প্লাস্টিক পল্লী। এরই মধ্যে এই পল্লীর জন্য ৫০ একরের জমি বরাদ্দ দিয়েছে সরকার। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে ৫০০০ এর বেশি ছোট বড় প্লাস্টিক কারখানা আছে। যেখানে প্রায় ১২ লাখ মানুষের  কর্মসংস্থান। এ খাত থেকে সরকার প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা রাজস্ব পাচ্ছে।

পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে এই খাতের ওপর সরকারের বিশেষ নজর সম্পর্কে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গণমাধ্যমকে বলেছেন, ‘পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে প্লাস্টিক খাতের সম্ভাবনা কাজে লাগাতে সবরকম সহায়তা করতে সরকার প্রস্তুত।

তবে প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার বাড়লে পরিবেশের ক্ষতির যে আশঙ্কা রয়েছে, তা ঠেকানোর ব্যাপারেও চিন্তা করতে হবে বলে অর্থনীতিবিদদের পরামর্শ।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর